এশিয়াপ্রচ্ছদসংবাদ

অবৈধ অভিবাসীদের দুঃসংবাদ দিল মালয়েশিয়া

মালয়েশিয়ায় রিক্যালিব্রেশন ২.০ প্রোগ্রামের আওতায় নয় এমন অবৈধ অভিবাসী কর্মীদের বৈধকরণ প্রকল্পের মেয়াদ আর বাড়ানো হবে না বলে ঘোষণা দিয়েছে দেশটি। ঘোষণা অবৈধভাবে বসবাস করা কর্মীদের জন্য দুঃসংবাদ বলে মনে করা হচ্ছে।

সোমবার (২১ অক্টোবর) এক ঘোষণায় অবৈধ অভিবাসী কর্মীদের বৈধকরণ বিষয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রিক্যালিব্রেশনের মেয়াদ আর বাড়ানো হবে না।

এর আগে গত ২০২৩ সালের ১০ জানুয়ারিতে অবৈধভাবে বসবাস করা কর্মীদের জন্য ২.০ রিক্যালিব্রেশন প্রোগ্রাম চালু করা হয়। যাতে তারা বৈধ হতে পারে, যার মেয়াদ ২০২৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হয়েছে।

পরবর্তীতে বিভিন্ন কোম্পানির অবেদনের প্রেক্ষিতে মেয়াদ আরও তিন মাস বাড়িয়ে গত ৩১ মার্চ পর্যন্ত করা হয়। এর পর আর কোনো মেয়াদ বাড়ানো হয়নি।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল জানান, মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী কর্মীদের বৈধকরণ প্রকল্পের মেয়াদ আর বাড়ানো হবে না। একই সঙ্গে দেশটিতে নতুন করে বিদেশি কর্মীদের নিয়োগের কোটা আবেদন স্থগিত রয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তা স্থগিত থাকবে বলে জানান তিনি।

বৈধকরণ কর্মসূচির মেয়াদ শেষ হওয়ার পর গত ২৫ সেপ্টেম্বর কর্মসূচির মেয়াদ বাড়ানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেন দেশটির নিয়োগকর্তারা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিল্ডিং নির্মাণ, উৎপাদন, বৃক্ষরোপণ ও পরিসেবা খাতে বৈধ বিদেশি কর্মীর সংকট আছে। যদি রিক্যালিব্রেশন ২.০ রেজিস্ট্রেশন চালু না করা হয় উল্লেখিত খাতগুলো ক্ষতির মুখে পড়বে।

বিদেশি কর্মী নির্ভর দেশটিতে অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে ২১ লাখ ৭১ হাজার ৭৯৮ বিদেশি রয়েছে। যার মধ্যে সব থেকে বেশি বাংলাদেশি কর্মী ১২ লাখের বেশি। এর মধ্যে রিক্যালিব্রেশন ২.০ চালু না থাকায় বাংলাদেশিসহ বিভিন্ন দেশের হাজার হাজার কর্মী অবৈধ হয়ে পড়ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *