আজ থেকে আবারো ঢাকা-কলকাতা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালু হচ্ছে।
গতকাল সোমবার (৩০ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।
সংস্থা থেকে বলা হয়েছে, ভারতের কলকাতায় আজ থেকে নিয়মিত ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কলকাতায় সর্বনিম্ন ভাড়া ৪ হাজার ৫২১ ভারতীয় রুপি। টিকিট সংক্রান্ত তথ্য বিমানের ওয়েবসাইটে দেয়া আছে বলে বিমান থেকে জানানো হয়েছে।
ফলে বাংলাদেশ ও কলকাতার যাত্রীরা এখন থেকে আবারো বাংলাদেশ বিমানে ভারত যেতে পারবে।
এর আগে করোনার কারণে বন্ধ থাকার পর গত ২৮ অক্টোবর থেকে ‘এয়ার বাবল’ চুক্তির আওতায় ভারতের কলকাতা, দিল্লি ও চেন্নাই রুটে ফ্লাইট চালু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এ তিন রুটে সপ্তাহে তিনটি করে ফ্লাইট ছিল তাদের। তবে শুরু থেকেই যাত্রীর সংকট দেখা যায়। ফলে গত ৯ নভেম্বর বিমান ঘোষণা দেয় ১২ নভেম্বর থেকে কলকাতা রুটে ফ্লাইট বন্ধ থাকবে।
ফ্লাইট বন্ধ ঘোষণার ৮ দিন পর মঙ্গলবার (১৭ নভেম্বর) বিমানের ওয়েবসাইটে ১ ডিসেম্বর থেকে ফ্লাইট চালুর ঘোষণা দেয় সংস্থাটি। সেই ঘোষণা অনুযায়ী মঙ্গলবার থেকে আবারো এই রুটে ফ্লাইট চালু হচ্ছে।