বাংলাদেশ থেকে ভ্রমণ ভিসায় আমিরাত নিয়ে কর্মসংস্থান দেওয়ার প্রলোভনে প্রতারিত হচ্ছেন অনেকে।
বাংলাদেশি রাষ্ট্রদূত মো. আবু জাফর বলেন, ‘ভ্রমণ ভিসায় কাজ দেওয়ার নামে আমিরাতে এনে প্রবাসীদের হয়রানি করা হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এতে করে শুধু একজন প্রবাসী হয়রানি হচ্ছেন না, বরং দেশেরও ভাবমূর্তি নষ্ট হচ্ছে।’
গতকাল শুক্রবার রাতে দেশটির শারজাহ প্রদেশে বাংলাদেশ শিল্পী সমিতির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রদূত আরও বলেন, ‘যারা সংযুক্ত আরব আমিরাতে আসতে চান, তারা হয়রানি এড়াতে পূর্বে কর্মসংস্থান নিশ্চিত করে আসুন। এখানে এসে যেন কেউ হয়রানির শিকার না হন।’ এসময় তিনি কাজের সন্ধানে আমিরাতে থাকা প্রবাসীদের পাশে দাঁড়াতেও সকলের প্রতি অনুরোধ করেন।
অনুষ্ঠানে দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, সিআইপি মাহাবুব আলম, সিআইপি আবু জাফর চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে বাংলাদেশ শিল্পী সমিতির সভাপতি জাবেদ আহমেদ মাসুম তার বক্তব্যে সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশীয় সংগীত ও সংস্কৃতিকে তুলে ধরতে প্রবাসীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।