আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় আব্দুল গফুর নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছে।
গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় শারজাহ শহরে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহত আব্দুল গফুর (৩৯) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালিশিড়ি গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে।
স্থানীয় বাংলাদেশিরা বলেন, আব্দুল গফুর শারজাহ শহরের নিজ বাসা থেকে বের হয়ে দোকানে যাওয়ার সময় পিছন থেকে একটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান তিনি।
এদিকে, নিহতের ভাই আবদুস সাত্তার গণমাধ্যমকে জানান, গত ৩০ বছর ধরে শারজাহতে থাকেন আবদুল গফুর। শেষ আড়াই বছর আগে তিনি ছুটিতে দেশে আসেন বলে জানান তিনি। আব্দুল গফুরের দেশে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
তার লাশ এখনো দেশে নিয়ে আসা হয়নি। এদিকে, তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে বলে নিহতের ভাই জানান।