ইতালির রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের নতুন রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়েছেন মো. শামীম আহসান।
গতকাল শুক্রবার (২০ নভেম্বর) নাইজেরিয়া থেকে রোমে গিয়ে পৌঁছেন তিনি।
ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের নতুন রাষ্ট্রদূত হিসেবে গতকাল যোগ দিয়েছেন শামীম আহসান। গতকাল শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে ১২টায় এমিরেটস এয়ারলাইন্সে নাইজেরিয়া থেকে রোমের আন্তর্জাতিক বিমানবন্দর লিওনার্দো দ্য ভিঞ্চি গিয়ে পৌঁছেন তিনি।
এ সময় রোম বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা নতুন রাষ্ট্রদূতকে অভ্যর্থনা জানান। আগামী সোমবার থেকে রোম বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত হিসেবে কাজ শুরু করবেন তিনি।
শামীম আহসান ১১তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ১৯৯৩ সালের এপ্রিলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন। পরে তিনি প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব ও রোম বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবদুস সোবাহান সিকদারের স্থলাভিষিক্ত হয়েছেন।
২০১৪ সালের এপ্রিলে নিউইয়র্কের কনসাল জেনারেল হিসেবে নিয়োগ পান তিনি। এরপর ওয়াশিংটন ডিসি, রোম, নাইরোবি, দোহা ও কুয়েতসহ বিভিন্ন শহরে বাংলাদেশ মিশনে দায়িত্ব পালন করেন। শামীম আহসান ১৯৬৬ সালের ১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন।