করোনা ভাইরাসে বিপর্যস্ত ব্রাজিলে এবার বিতর্কের মুখে দায়িত্ব নেওয়ার পাঁচ দিনের মধ্যে পদত্যাগ করেছেন দেশটির শিক্ষামন্ত্রী ডেকোটেলি । গত সপ্তাহে দক্ষিণপন্থী প্রেসিডেন্ট জায়ার বোলসোনারোর সরকারে প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে কার্লোস আলবার্তো ডোকোটেলির নাম ঘোষণা করা হয়।
ডোকোটেলির বিরুদ্ধে নিজের একাডেমিক রেকর্ডে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগ করা হয়। ডেকোটলির জানান, তিনি ব্রাজিলের গেটুলি ভার্গাস ফাউন্ডেশন থেকে মাস্টার্স, আর্জেন্টিনার ইউনিভার্সিটি রোজারিও থেকে ডক্টরেট এবং জার্মানীর উইপারটল ইউনিভার্সিটি থেকে পোস্ট ডক্টরেট করেন।
এদিকে রোজারিও বিশ্ববিদ্যালয় জানায়,ইউনিভার্সিটি থেকে ডেকোটেলি কোন ডক্টরেট ডিগ্রি নেননি এবং থিসিস করেননি। এর জবাবে ডেকোটেলি জানান, বিশ্ববিদ্যালয় জুরি তাকে থিসিস পরিবর্তন করতে বলেছে তবে অর্থ সংকটের কারণে তিনি ব্রাজিলে ফিরে আসেন। সেই সাথে ব্রাজিলিয়ান ইউনিভার্সিটি জানায়, ২০১৬ থেকে ২০১৮ সালে তিনি ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন না, তবুও ডেকোটেলি তার একাডেমিক তথ্যে এটি উল্লেখ করেন।
ডোকোটেলিকে শিক্ষামন্ত্রী নিয়োগ পাওয়ার পর তাঁর ডিগ্রী যাচাই করে “ফিউচার এক্স মিনিস্টার” শিরোনামে ব্রাজিলের গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়।