এবার ভারতের এক প্রদেশের শিক্ষামন্ত্রী আবারো ভর্তি হলেও একাদশ শ্রেণিতে। কঠিন সমালোচনার মুখে ভারতের ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী জগরনাথ মাহাতো এবার নতুন করে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছেন।
এতে করে তিনি প্রমাণ করে দিয়েছেন, শেখার কোনো বয়স নেই। এর আগে ক্লাস টেন পাশ এই শিক্ষামন্ত্রীর যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে। এত কম যোগ্যতা দিয়ে কী করে তিনি রাজ্যের শিক্ষামন্ত্রী হলেন তা নিয়েই সমালোচনার শেষ নেই। এমন সমালোচনার জবাব দিতেই লেখাপড়া চালিয়ে যেতে চাইছেন তিনি।
জানা গেছে, ৫৩ বছরের এই মন্ত্রী তার নিজেরই বিধানসভা, বোকারো জেলার দুমরি এলাকার নাবাডি হতে সরকারি ইন্টার-কলেজ দেবী মাহাতো মহাবিদ্যালয়ে আর্টস নিয়ে ভর্তি হয়েছেন। ভর্তি হওয়ার পরে জগরনাথ জানিয়েছেন,
এবার তিনি মন দিয়ে পড়াশোনা করবেন। সেই সঙ্গে রাজ্যের শিক্ষাব্যবস্থাকেও আরও মজবুত করার চেষ্টা করবেন।
এতদিন পর লেখাপড়ার প্রসঙ্গে জগরনাথ বলেন,
‘আমি যেদিন শিক্ষামন্ত্রীর পদে শপথ নিই, অনেকেই তখন বলেছিলেন, একজন ক্লাস ১০ পাশ মানুষ আর রাজ্যের শিক্ষার অগ্রগতি নিয়ে কী কাজ করবেন। সেই সমস্ত মানুষদের জবাব দেওয়ার জন্যই আমি আবার ভর্তি হয়েছি পড়াশোনা করতে। পড়াশোনার কোনো বয়স হয় না। আমি ভাল রেজাল্ট করে দেখিয়ে দেব।’
প্রসঙ্গত, ১৯৯৫ সালে চন্দ্রপুরার নেহেরু স্কুল থেকে সেকেন্ড ডিভিশনে মাধ্যমিক পাশ করেছিলেন জগরনাথ মাহাতো। তারপর আর লেখাপড়া করেননি তিনি।