করোনার মাঝেই আবারও মঙ্গলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো আরেকটি মহাকাশযান। এবার প্রথমবারের মতো মঙ্গলগ্রহের উদ্দেশে মানুষ ছাড়া এক স্বতন্ত্র মহাকাশযান পাঠিয়েছে চীন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) চীনের দক্ষিণাঞ্চলের হাইনান দ্বীপ থেকে তিয়ানওয়েন-১ নামের মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। এই মহাকাশযানটিতে আছে একটি অরবিটার, ল্যান্ডার ও রোভার। আগামী তিন মাসের মধ্যে এটি মঙ্গল গ্রহে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গত সোমবার মঙ্গলগ্রহে প্রথম মহাকাশযান পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
জানা গেছে, চীনের পাঠানো মহাকাশযানটি প্রথমে মঙ্গলের কক্ষপথে ঘুরবে। এরপর মঙ্গলে একটি রোভার যান অবতরণ করবে। রোভারটি মঙ্গলের মাটির প্রকৃতি, গ্রহের ভৌগোলিক গঠন, আবহাওয়া, বায়ুমণ্ডল এবং পানির উৎস সন্ধান করবে।