কক্সবাজার রোহিঙ্গা শিবির থেকে পালিয়ে ভারতে গিয়ে আটক হয়েছে ১৪ রোহিঙ্গা।
গত সপ্তাহে ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে বিশেষ ট্রেনে করে দিল্লি যাওয়ার সময় মাঝপথে তাদের আটক করা হয়।
কক্সবাজারের শরণার্থী শিবির থেকে পালিয়ে ভারতে গিয়ে আটক হয়েছে ১৪ রোহিঙ্গা। ট্রেনে করে পালয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়েছে বলে পুলিশ জানায়। ভারতীয় রেল কর্তৃপক্ষ জানায়, ভুয়া নাম পরিচয়ে রোহিঙ্গারা টিকিট কেটেছিলেন এবং তাদের কারও কাছেই বৈধ পরিচয়পত্র ছিল না বলে জানা গেছে।