করোনাকালে বিদেশ ফেরত নারী কর্মীদের পুনর্বাসনে বিশেষ আর্থিক প্রণোদনা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।
আজ বুধবার (৩১ মার্চ) ৭০ নারী কর্মীকে এই প্রণোদনা প্রদান করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বিদেশফেরত নারী কর্মীদের পুন:একত্রীকরণ ও পুনর্বাসনে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।
এই সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। চেক বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোঃ হামিদুর রহমান।
অনুষ্ঠানে মন্ত্রী ইমরান আহমদ বলেন, প্রবাসী কর্মীদের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড বিদেশফেরত নারী কর্মীদের এই বিশেষ আর্থিক প্রণোদনা দিচ্ছে।
বিদেশফেরত নারী কর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনারা এই দেশের জন্য অনেক দিয়েছেন। এজন্য আমরাও আপনাদের কিছু ফেরত দিতে চাই। এই আর্থিক অনুদানটি আপনাদের স্বাবলম্বী হওয়ার জন্য দেয়া হয়েছে। চলতি বছরের জুন মাসের মধ্যে ৩ হাজার বিদেশফেরত নারী কর্মীকে এই বিশেষ আর্থিক অনুদান দেয়া হবে বলে মন্ত্রী বলেন। এছাড়া এ বছরের মধ্যে মোট ১০ হাজার জনকে পুনর্বাসনের জন্য এই প্রণোদনা দেয়ার লক্ষ্য রয়েছে মন্ত্রণালয়ের।
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের লক্ষ্য কিভাবে প্রবাসী কর্মীদের সহায়তা করে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ ধরে রাখা যায়। এছাড়া প্রবাসীদের অর্থনৈতিক অবস্থানকে কিভাবে আরও সমৃদ্ধ করা যায় সে চেষ্টা অব্যাহত থাকবে।
সভাপতির বক্তব্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোঃ হামিদুর রহমান বলেন, প্রবাসীদের জন্য বিভিন্ন সেবা দিয়ে কাজ করে যাচ্ছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার মাসে আমরা বিদেশফেরত নারী কর্মীদের পুনর্বাসনের জন্য এই আর্থিক প্রণোদনা দেয়া শুরু করেছি। আমরা আশা করছি নারী কর্মীদের পাশাপাশি পুরুষ কর্মীদেরও এমন সহায়তা করবো।
সূত্রঃ প্রবাস বার্তা।