করোনা থেকে মুক্ত হলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গেছে, গত শুক্রবার (১৪ আগস্ট) তার করোনা সনাক্তের ফল নেগেটিভ এসেছে।
করোনামুক্ত হওয়ার গুরুগাওয়ের এক প্রাইভেট হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি। যদিও দেহে করোনার উপস্থিতি না থাকলেও ক্ষমতাসীন বিজেপি’র সাবেক প্রধান এই নেতাকে আরও কিছুদিন বাড়িতে হোম আইসোলেশনে থাকতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইট করে অমিত শাহ জানিয়েছেন,
‘আজ আমার করোনাভাইরাস পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা আর যারা আমার এবং আমার পরিবারের প্রতি শুভকামনা জানিয়েছেন এই মুহূর্তে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ডাক্তারদের পরামর্শে কিছুদিন হোম আইসোলেশনে থাকবো। আমার করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা দেওয়া এবং চিকিৎসা করা মেদান্ত হাসপাতালের সব ডাক্তার এবং প্যারামেডিক কর্মীদেরও আন্তরিক ধন্যবাদ।’
প্রসঙ্গত, গত ২ আগস্ট ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। করোনা আক্রান্ত নিশ্চিত হওয়ার পর দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিসিন সায়েন্সেস হাসপাতালে চিকিৎসা নেওয়া শুরু করেন অমিত শাহ। পরবর্তীতে ৫৫ বছর বয়সী এই নেতাকে গুরুগাওয়ের এক প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।