অবশেষে করোনামুক্ত হলেন বলিউডের শীর্ষ নায়িকা ঐশ্বরিয়া রাই বচ্চন এবং তার মেয়ে আরাধ্য বচ্চন। দুই সপ্তাহ করোনা ভাইরাসে আক্রান্ত থাকার পর তাদের করোনার ফল নেগেটিভ এসেছে।
জানা গেছে, করোনামুক্ত হওয়ায় হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ঐশ্বরিয়া ও আরাধ্য। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গত দশদিন ধরে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মা-মেয়ে।
সোমবার (২৭ জুলাই) এক টুইটে অভিষেক বচ্চন জানান,
ঐশ্বরিয়া রাই করোনামুক্ত হয়েছেন। শীঘ্রই বাসায় ফিরবেন। ভক্ত ও অনুরাগীদের তাদের দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন অভিষেক।
সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ঐশ্বরিয়া তার মেয়েকে নিয়ে দ্রুত বাসায় ফিরলেও অমিতাভ ও অভিষেক হাসপাতালে থাকবেন।
গত ১২ জুলাই উপসর্গহীন সংক্রমণ ধরা পড়ে ঐশ্বরিয়া ও তার মেয়ের। কিন্তু ১৯ জুলাই ঐশ্বরিয়ার শ্বাসকষ্ট হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয়েছিল নানাবতী হাসপাতালে।