করোনার লক্ষণগুলোর মধ্যে অন্যতম লক্ষণ হিসেবে যুক্ত হয়েছে ত্বকের সমস্যা। একটি গবেষণা বলছে, অনেক সময় করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের ত্বকে ফুসকুড়ি (র্যাশ) ওঠা-ই করোনায় আক্রান্ত হওয়ার একমাত্র লক্ষণ হতে পারে।
জানা গেছে, কিংস কলেজ লন্ডনের এক গবেষণায় দেখা গেছে তিন ধরণের র্যাশ করোনায় আক্রান্ত ব্যক্তিদের দেহে দেখা যেতে পারে। এই র্যাশগুলো চিহ্নিত করা হয়েছে, যা করোনায় আক্রান্ত ব্যক্তির চতুর্থ মূল লক্ষণ হিসেবে অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়েছে।
ন্যাশনাল হেলথ সার্ভিস দ্বারা স্বীকৃত করোনার তিনটি প্রধান লক্ষণ হলো- উচ্চ তাপমাত্রার জ্বর, নতুন ধরণের বিরতিহীন কাশি (এক নাগাড়ের কাশি) এবং গন্ধ বা স্বাদ অনুভূতি টের না পাওয়া বা পরিবর্তন হয়ে যাওয়া।
যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত ৩ লাখ ৩৬ হাজার মানুষের ওপর এই পরিক্ষা করা হয়েছে। যদিও এই গবেষণার ফল এখনো পিয়ার-রিভিউ বা চূড়ান্তভাবে প্রকাশিত হয়নি। ‘কোভিড-সিম্পটম স্টাডি’ এর মাধ্যমেই মূলত এই পরিক্ষা সম্পন্ন হয়েছে।
এতে গবেষকরা খুঁজে পেয়েছেন যে , করোনায় আক্রান্ত ব্যক্তিদের ৮.৮ শতাংশের করোনার লক্ষণগুলোর মধ্যে ত্বকের ফুসকুড়ি দেখা গেছে। একই ধরণের গবেষণায় আরও দেখা গেছে ৮.২ শতাংশ ব্যক্তির কাশি, জ্বরের পাশাপাশি দেহে র্যাশ দেখা গেছে তবে তারা করোনার টেস্ট করাননি।
(স্কাই নিউজ অনুসারে)