করোনায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবকের মৃত্যু।
গত সোমবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টায় তিনি মারা যান।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ টাউনের ব্যবসায়ী মুহাম্মদ সুমন (৩২) নামে এক বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। মুহাম্মদ সুমন গত ৩ দিন থেকে করোনা লক্ষণ নিয়ে বাসায় চিকিৎসা নিয়ে ছিলেন।
সুমনের শরীরের অবস্থার অবনতি হলে সকালে তাকে জোহানসবার্গ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ৯ টার দিকে তিনি মারা যান। নিহত মুহাম্মদ সুমন নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার আবদুস সাত্তার মিয়ার বড় ছেলে।
তিনি দেশে গিয়ে বিয়ে করে চলতি বছরের অক্টোবর মাসে দক্ষিণ আফ্রিকায় আসেন। গত ২০১৮ সালের ডিসেম্বর মাসে তার ছোট ভাই রাজন আমেরিকায় সড়ক দুর্ঘটনায় মারা যায়। গতকাল ২২ডিসেম্বর মঙ্গলবার দুপুর ২টার দিকে লানেসিয়া মুসলিম কবরস্থানে মুহাম্মদ সুমনের দাপন সম্পন্ন করা হয়।
এই নিয়ে গত কয়েক মাসে করোনায় কয়েকজন বাংলাদেশি প্রবাসী মারা গেছেন। ইতিমধ্যে, দক্ষিণ আফ্রিকায় যুক্তরাজ্যের মতো নতুন একটি ভাইরাসের সন্ধান পেয়েছেন বিশেষজ্ঞরা। ফলে দেশটিতে বসবাসকারী নাগরিক ও প্রবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে।
সূত্রঃ মোঃ শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা।