করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে দক্ষিণ আফ্রিকায় প্রবীণ বাংলাদেশির মৃত্যু।
গতকাল বুধবার (৩০ডিসেম্বর) দক্ষিণ আফ্রিকার পিটারমেরিজবার্গ এলাকায় জাহাঙ্গীর আলম নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত জাহাঙ্গীর আলমের দেশের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায়।
তিনি প্রায় ১৬ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে আসছিলেন বলে জানা গেছে। গত কয়েকদিন তার জ্বর ছিল বলে জানা যায়। তবে প্রথম অবস্থায় বাসায় চিকিৎসা নিয়েছেন তিনি। গতকাল করোনা টেস্ট করে বাসায় আসার পর হঠাৎ বিকেল ৫টার দিকে মারা যান। আজ বৃহস্পতিবার জাহাঙ্গীর আলমের করোনা রিপোর্ট পাওয়া যাবে। ডাক্তার প্রাথমিকভাবে ধারণা করেছেন, জাহাঙ্গীর আলমের শরীরের করোনার লক্ষণ ছিল।
আরও পড়ুন- করোনায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি শিক্ষকের মৃত্যু
স্থানীয় বাংলাদেশি প্রবাসীরা জানান, তার শরীরে জ্বর থাকায় ধারণা করা হচ্ছে তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এদিকে, দক্ষিণ আফ্রিকায় নতুন ভাইরাসের সন্ধান পাওয়ার পর থেকে প্রতিদিন কয়েক হাজার মানুষ আক্রান্ত হচ্ছে। যেখানে, বাংলাদেশি প্রবাসীরাও গত কয়েকদিনে নতুন ভাইরাসে আক্রান্ত হচ্ছে বলে জানা যাচ্ছে।
নতুন ভাইরাস দেখা দেয়ায় দক্ষিণ আফ্রিকা সরকার নতুন করে আবারো ৩য় ধাপে লকডাউন ঘোষণা করেছে। সবগুলো ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এদিকে, করোনার শুরু থেকে কয়েকহাজার বাংলাদেশি প্রবাসী দেশটিতে আক্রান্ত হয় ও প্রায় ৩০ জনের উপর মারা যায় বলে জানা গেছে।
তথ্যঃ মোঃ শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা।