করোনা বৃদ্ধির কারণে স্পেনের রাজধানিতে আবারো লকডাউন ঘোষণা করেছে সরকার।
মাদ্রিদে বৃহস্পতিবার থেকে নতুন করে লকডাউন ঘোষণা করায় বিনা প্রয়োজনে কোনো বাসিন্দা ঘর থেকে বের হতে পারবে না। খবর বিবিসির।
দেশটির বেশিরভাগ অঞ্চলের গভর্নররা বুধবার করোনা নিয়ে জরুরি সভায় লকডাউনের পক্ষে মতামত দেন।
গত দুই সপ্তাহে মাদ্রিদে নতুন করে ১ লাখ ৩৩ হাজার ৬০৪ জন করোনা রোগী শনাক্ত হওয়ার পর স্পেন নতুন করে লকডাউনের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিনাপ্রয়োজনে কেউ মাদ্রিদে প্রবেশ করতে পারবে না, এখান থেকে কেউ বেরও হতে পারবে না। জরুরি প্রয়োজনে ডাক্তার দেখাতে বাইরে যেতে পারবেন।
খেলার মাঠ ও পার্ক বন্ধ থাকবে, বাড়িতে কোনো অনুষ্ঠান করলে ছয়জনের বেশি এতে অংশগ্রহণ করতে পারবে না বলে দেশটির সরকার জানিয়ে দিয়েছে।