দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৭১৮ জন। নতুন মৃত্যু ১৬ জন। মোট মৃত্যু ৭ হাজার ৮১৯ জন।
আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন মৃত্যু ১৬ জন। মোট মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৮১৯ জন। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করোনা শনাক্ত ৭১৮ জন। মোট করোনা শনাক্ত ৫ লাখ ২৪ হাজার ২০ জন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
যেখানে বলা হয়েছে, গতকালের তুলনায় আজ আক্রান্ত ও মৃতের সংখ্যা কিছুটা কমেছে। করোনার সময়গুলোতে সবাইকে সচেতন থাকতে বলা হয়েছে।
আরও পড়ুন- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মানব পাচারকারীর ৪৬ মাস কারাদণ্ড
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৬৩ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৮ হাজার ৬৮১ জন।
উল্লেখ্য, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত ৮ মার্চ। আর প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যু হয়।
এদিকে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে আগামী ২৫ জানুয়ারি বাংলাদেশে করোনা ভাইরাসের টিকা আসবে। যেখানে ৫০ লাখ ডোজ প্রথম ধাপে ভারত থেকে নিয়ে আসা হবে বলে জানানো হয়েছে।