করোনা ভাইরাসের কারণে মিশরে বড়দিনের অনুষ্ঠান বাতিল করেছে দেশটির সরকার।
আজ সোমবার (২১ ডিসেম্বর) মিশরের পর্যটন ও প্রত্নতত্ত্ব মন্ত্রী জনসমাবেশ এড়াতে এই ঘোষণা দেন।
করোনার দ্বিতীয় ধাপে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সামনের বড়দিনের অনুষ্ঠান বাতিলের ঘোষণা দিয়েছেন মিশরের পর্যটন ও প্রত্নতত্ত্ব মন্ত্রী। সিদ্ধান্তটি প্রধানমন্ত্রী মোস্তফা ম্যাডবুলির নির্দেশে জারি করা হয়েছে। যা করোনাভাইরাস সংকট পরিচালনার জন্য সুপ্রিম কমিটির বৈঠককালে নেওয়া হয়েছিল বলে মন্ত্রী জানান।
সহকারী পর্যটন ও প্রত্নতত্ত্ব বিষয়ক মন্ত্রী আবদেল ফাত্তাহ আল-অ্যাসি জনসমাবেশ এড়ানোর জন্য নববর্ষের আগে সব সাংস্কৃতিক এবং ভ্রমণমূলক অনুষ্ঠান বা যে কোনও অনুষ্ঠান নিষিদ্ধ করার ঘোষণা দেন। তিনি রেস্তোঁরা, ক্যাফে এবং হোটেলগুলির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা জানান। এর আগে প্রধানমন্ত্রী মোস্তফা ম্যাডবুলি বৈঠকের সভাপতিত্ব করেন, এই সময় মন্ত্রীরা এবং কর্মকর্তারা করোনা ভাইরাসকে প্রতিরোধের প্রচেষ্টা এবং ভ্যাকসিন সরবরাহের উপায় নিয়ে আলোচনা করেন।
মন্ত্রিপরিষদের নির্ধারিত সময়ের সাথে পর্যটন রেস্তোঁরা ও ক্যাফেগুলি খোলা ও বন্ধ করার জন্য পর্যটন ও প্রত্নতত্ত্ব মন্ত্রী চেম্বার অব ট্যুরিস্ট এস্টাব্লিশমেন্টসকে নির্দেশ দিয়েছেন। মন্ত্রী বলেন, করোনভাইরাস বিস্তার নিয়ন্ত্রণে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপের আলোকে পর্যটন ও প্রত্নতত্ত্ব মন্ত্রী ডাঃ খালেদ এল-আনানির সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত নাইটক্লাবগুলি বন্ধ থাকবে।
সূত্রঃ আরব নিউজ।