করোনা ভাইরাস; লেবাননে ১২ দিনের জরুরি অবস্থা।
গতকাল সোমবার (১১ জানুয়ারি) রাষ্ট্রপতি মিশেল আউনের আহ্বানে অনুষ্ঠিত উচ্চ প্রতিরক্ষা কাউন্সিলের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
লেবাননে দ্বিতীয় ধাপে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় ১২ দিনের জরুরি অবস্থা জারি করা হয়েছে। আগামী ১৪ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত দেশটিতে পুরোপুরি লকডাউন এবং কারফিউ থাকবে বলে জানানো হয়েছে।
গত সপ্তাহে ৭ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ৫ ধাপে ২৩ দিনের লকডাউনের ঘোষণা দিয়েছিল দেশটির তত্ত্বাবধায়ক সরকার। প্রতিদিন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় সোমবার (১১ জানুয়ারি) রাষ্ট্রপতি মিশেল আউনের আহ্বানে অনুষ্ঠিত উচ্চ প্রতিরক্ষা কাউন্সিলের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
জরুরি অবস্থা চলাকালে দেশটিতে সব শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান ও সব বাণিজ্যিক ব্যাংক বন্ধ থাকবে। তবে বেকারি, পেট্রোল পাম্প ও ওষুধের দোকান যথারীতি খোলা থাকবে বলে জানানো হয়েছে। সে সাথে বৈরুতে বিমানবন্দরটি এই কারফিউর আওতামুক্ত থাকবে বলে জানানো হয়েছে।
লেবাননে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২ লাখেরও বেশি। যেখানে, মারা গেছেন দেড় হাজারের বেশি মানুষ। মৃতদের মধ্যে ৫ জন বাংলাদেশিও রয়েছেন।
এদিকে, দেশটিতে প্রায় দেড় বছর ধরে চলমান অর্থনৈতিক মন্দা, ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার সীমাহীন
দরপতন এবং সাম্প্রতিক করোনা পরিস্থিতির কারণে চরম অনিশ্চয়তায় দিন পার করছেন বাংলাদেশি প্রবাসীরা। অনেক প্রবাসী ইতিমধ্যে গত বছর চাকরি হারিয়ে দেশে চলে আসেন। যা সামনের সময়গুলোতে অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।
১ thought on “করোনা ভাইরাস; লেবাননে ১২ দিনের জরুরি অবস্থা ঘোষণা”
Pingback: ১৩ জানুয়ারি থেকে মালয়েশিয়ায় আবারো লকডাউন - প্রবাস কথা