কাতারে ট্যুরিস্ট ভিসা, বিজনেজ ভিসা এবং ফ্যামেলি ভিসায় অবস্থানরত এবং দেশটির রেসিডেন্ট পারমিটধারী যারা কাতারের বাইরে অবস্থান করছেন তাদের জন্য কাতার সরকার নতুন এক নির্দেশনা দিয়েছে বলে জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
দূতাবাস থেকে জানানো হয়, এখন কোন ফী ছাড়াই ভ্রমণ ভিসা নবায়ন করার অনুমতি পাওয়া তবে সেটি নিয়মিত ফ্লাইট চালু হওয়ার আগ পর্যন্ত।
ফ্যামেলি ভিসা এবং বিজনেজ ভিসার জন্য নির্ধারিত মাসিক ফী প্রদান করে নবায়ন করা যাবে নিয়মিত ফ্লাইট চালু হওয়ার আগ পর্যন্ত। এছাড়া রেসিডেন্ট পারমিটধারীরা পরিস্থিতি স্বাভাবিক হওয়া এবং কাতারে আসার জন্য নিয়মিত বিমান চলাচল শুরু হওয়ার পরে দেশটিতে ফিরে আসতে পারবেন।
ইতোমধ্যে, যাদের রেসিডেন্ট পারমিটের মেয়াদ শেষ হয়েছে, অথবা যারা ছয় মাসের বেশি সময় কাতারের বাইরে অবস্থান করছেন তারা রেসিডেন্ট রিটার্ন ভিসার মাধ্যমে দেশটিতে ফিরতে পারবেন। সেক্ষেত্রে শুধুমাত্র কোম্পানি বা নিয়োগদাতার মাধ্যমে রেসিডেন্ট রিটার্ন ভিসার জন্য আবেদন করা যাবে।