করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় কানাডার টরন্টোতে লকডাউন শুরু।
আজ সোমবার ২৩ (নভেম্বর) থেকে এই লকডাউন কার্যকর হবে শহরটিতে।
করোনায় ২য় ধাপে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় কানাডার সরকার ঘোষণা দিয়েছে আজ থেকে দেশটির বৃহত্তম শহর টরন্টোতে লকডাউন শুরু। যেটি আগামী ৪ সপ্তাহ পর্যন্ত কার্যকর থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই সময় টরন্টো প্রাইভেট ইনডোর জমায়েত নিষিদ্ধ করেছে এবং মধ্যরাত থেকে চার সপ্তাহের জন্য বিবাহ ও জানাজা ছোট পরিসরে করতে বলা হয়েছে।
এদিকে অন্টারিওর প্রধানমন্ত্রী ডগ ফোর্ড লকডাউনের আগে সাংবাদিকদের বলেছেন, এই বিষয়ে আমি স্পষ্ট ছিলাম, পরিস্থিতি অত্যন্ত গুরুতর এবং আরও পদক্ষেপ নেওয়া দরকার আমাদের।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন যে কয়েক সপ্তাহের মধ্যে টিকা পাওয়া যেতে পারে, এমনকী উত্তর আমেরিকা জুড়ে মামলার সংখ্যাও বেড়েছে।
বেশ কয়েকটি ভ্যাকসিন পরীক্ষার ফলাফলকে উত্সাহিত করে এমন একটি রোগের বিরুদ্ধে লড়াইয়ে সিদ্ধান্ত গ্রহণযোগ্য পরিবর্তন হবার আশা জাগিয়ে তুলেছে বলে তারা মনে করেন।
এদিকে কর্মকর্তারা বলেন, এ বছরের শেষ দিকে কানাডায় এক সপ্তাহে ৪ লাখের বেশি নতুন সংক্রমণ হতে পারে। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে। যার জন্য সরকার এই ঘোষণা দিয়েছে।
সূত্রঃ আরব নিউজ
১ thought on “কানাডার টরন্টোতে আজ থেকে লকডাউন শুরু”
Pingback: দেশে করোনায় নতুন মৃত্যু ৩২, নতুন আক্রান্ত ২,২৩০ - প্রবাস কথা