কানাডায় ফাইজারের পর মডার্নার টিকার অনুমোদন।
কানাডায় করোনা প্রতিরোধে ফাইজার-বায়োএনটেক এর টিকার প্রদান করতে শুরু করেছে। এবার মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্নার তৈরি টিকার প্রথম চালান পৌঁছেছে কানাডায়। যেটি দেশটির সাধারণ মানুষকে সরবরাহের অনুমতি দিয়েছে দেশটির সরকার।
যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে কানাডা মডার্নার টিকা অনুমতি পেয়েছে। গত ১৮ ডিসেম্বর মার্কিন ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা (এফডিএ) এ টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয়। ডিসেম্বরের শেষ হওয়ার আগে কানাডাকে এক লাখ ৬৮ হাজার ডোজ টিকা সরবরাহ করছে মডার্না।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, এ মাসের শেষে যে এক লাখ ৬৮ হাজার ডোজ টিকা পাওয়ার কথা, তারই অংশ এটি। মডার্না আমাদের ৪০ মিলিয়ন ডোজ টিকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বুধবার কানাডার স্বাস্থ্য বিভাগ মডার্নার টিকাটির জরুরি ব্যবহারের অনুমোদন দেয়। তারা জানায়, মার্কিন প্রতিষ্ঠানটির এ টিকা নিরাপদ ও কার্যকরী।
অন্যদিকে কানাডার প্রধান চারটি প্রদেশ অন্টারিও, ব্রিটিশ কলম্বিয়া, আলবার্টা এবং কুইবেকে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। আর করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে হাসপাতাল, নিবিড় পরিচর্যাকেন্দ্রে ব্যাপকহারে চাপ পড়ছে।
সর্বশেষ তথ্যানুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩৫ হাজার ২১৩ জন, মৃত্যুবরণ করেছেন ১৪ হাজার ৭১৯ জন এবং সুস্থ হয়েছেন ৪ লাখ ৪৪ হাজার ৬৫ জন।