কার্তা সৌজন্য না থাকায় কাতার থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে ৪৭ ইতালি প্রবাসীকে।
আজ বুধবার রাতে কাতার এয়ারওয়েজের একটি বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।
দুই দিন কাতারে আটকে থাকার পর দেশে ফেরত পাঠানো হয়েছে কাতার বিমানবন্দরে আটকে থাকা ৪৭ ইতালি প্রবাসীকে। প্রবাসীরা বলেন, কর্তৃপক্ষের উদাসীনতায় তাদের দেশে ফিরতে হয়েছে।
প্রবাসীরা জানান, ১৯ তারিখ রাত ৩টার একটি ফ্লাইটে দেশ ছাড়েন তারা। নিয়মানুযায়ী কাতারে পৌঁছানোর পর সেখান থেকে অন্য একটি বিমানে তাদের ইতালির মিলান যাওয়ার কথা। কিন্তু মাঝ পথে তাদের হঠাৎ আটকে দেয়া হয়।
ভুক্তভোগীরা আরও জানান, ভিসার মেয়াদসহ যাবতীয় কাগজপত্র ঠিক থাকলেও সাধারণ ভিসা ধারীদের যেতে দেয়া হয়নি।
কাতার এয়ারওয়েজ থেকে বলা হয়েছে সাধারণ সৌজন্যের প্রবাসীরা ইতালি যেতে পারবেন। তবে বাংলাদেশ থেকে কাতার যেতে পারলেও, ইতালির মিলানের বিমানে উঠতে দেয়া হয়নি। বিমান কর্তৃপক্ষ জানায়, শুধুমাত্র কার্তা সৌজন্য ধারীদের ইতালি প্রবেশ করার অনুমতি দিয়েছে দেশটির সরকার।
পরবর্তীতে ইতালি দূতাবাসে যোগাযোগ করা হলে তারাও একই কথা বলেন। পরে কাতার বিমানবন্দরে দুইদিন আটকে থাকার পর দেশে ফেরত পাঠানো হয়েছে প্রবাসীদের।
বিভিন্ন এয়ারলাইন্স বা ট্রাভেল এজেন্সিগুলো সাধারণ সৌজন্যের যাত্রীদের যাওয়ার অনুমতি আছে বলা হলেও, ইতালির সরকার থেকে এমন কোন বিজ্ঞপ্তি দেয়া হয়নি।
তাই পরবর্তী নির্দেশনা সরকারিভাবে না দেয়া পর্যন্ত শুধুমাত্র কার্তা সৌজন্য ধারীরা যেতে পারবেন বলে জানানো হয়েছে।