গ্লোব বায়োটেকের করোনার টিকার ২য় ধাপের সফল ট্রায়াল দাবি করলেন প্রতিষ্ঠানটি। তাদের গবেষণার এই সফলতা আন্তর্জাতিক জার্নালে প্রকাশ করা হয়েছে।
গতকাল আন্তর্জাতিক জার্নাল বায়োরেক্সিভে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। তাতে কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ধাপের এ্যানিম্যাল ট্রায়ালেও সফলতার কথা তুলে ধরা হয়েছে । নারায়ণগঞ্জের রুপগঞ্জে অ্যানিমেল ট্রায়াল চালায় গ্লোব বায়োটেক। ভ্যাকসিন প্রকল্পে প্রায় ৩০ কোটি টাকা বিনিয়োগ করেছে তারা।
তাদের দাবি, আন্তর্জাতিক প্রটোকল মেনেই চলছে কার্যক্রম। চূড়ান্ত সফলতা নিয়ে আশাবাদী প্রতিষ্ঠানটির বিজ্ঞানীরা।
বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে গত ২ জুলাই প্রতিষ্ঠানটি দেশে প্রথম ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেয়। গত ৮ মার্চ তারা করোনার ভ্যাকসিন আবিষ্কারের কাজ শুরু করেন করোনার টিকার।