সবচেয়ে বেশিসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী এ বছর যুক্তরাষ্ট্রে গেছে উচ্চশিক্ষার জন্য। যেখানে চলতি বছরে ৮ হাজার ৮৩৮ শিক্ষার্থী দেশটিতে উচ্চশিক্ষার জন্য যান।
এদিকে প্রতিষ্ঠানগুলো জানায়, উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী পাঠানোর ক্ষেত্রে বিশ্বের শীর্ষ ২০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭তম। তবে শিক্ষার্থী পাঠানোর দিক থেকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে সবার থেকে এগিয়ে রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ থেকে স্নাতক পর্যায়ে ৫ হাজার ৭৮৭ শিক্ষার্থী পড়তে গেছেন, যা ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তুলনায় ৯.৬ শতাংশ বেশি। স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যার দিক থেকে বাংলাদেশ ৯ম থেকে ৮ম অবস্থানে রয়েছে। বাংলাদেশ থেকে যারা পড়তে যান যুক্তরাষ্ট্রে তাদের মধ্যে ৭৫ শতাংশ শিক্ষার্থী বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত বিষয়ে পড়াশুনা করছেন।
অপরদিকে ব্যবসা ও ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনা করছে ৭ ভাগের বেশি শিক্ষার্থী। ৬ ভাগ শিক্ষার্থী সামাজিক বিজ্ঞান বিভাগে পড়ছেন। ২০১৯-২০ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে ১০ লাখের বেশি বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করতে গেছেন।
এদিকে বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে গত সপ্তাহে জানানো হয়, যুক্তরাষ্ট্রে নতুন করে করোনার পর ৩ ক্যাটাগরিতে শিক্ষার্থী নিবে বলে জানানো হয়েছে।