আরও চারটি দেশে করোনার ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল শুরু করছে চীনের ন্যাশনাল বায়োটেক সিনোভ্যাক।
শনিবার এক বিবৃতিতে একথা জানিয়েছে প্রতিষ্ঠান দু’টি।
তারা জানায়, টিকার হিউম্যান ট্রায়ালের ইতিমধ্যে অনুমোদন দিয়েছে পাকিস্তান ও সার্বিয়া।
এছাড়া ব্রাজিল ও ইন্দোনেশিয়াতেও পরীক্ষা শুরু করবেন তারা।
মোট ১০টি দেশের ৫০ হাজার স্বেচ্ছাসেবকের ওপর টিকা প্রয়োগের পরিকল্পনা তাদের।
এরই মধ্যে ট্রায়াল শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, পেরু, মরক্কো, আর্জেন্টিনা ও জর্দানে।
নিশ্চিত ফল পেতে ভিন্ন আবহাওয়া, জাতি ও বয়সের মানুষের ওপর পরীক্ষা চালাতে চায় প্রতিষ্ঠান দু’টি।
চীন সরকার এরি মধ্যে বিশ্বের ২য় দেশ হিসেবে করোনার টিকার অনুমোদন দিয়েছে।
যেখানে বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবকদের শরীরে ৩য় ধাপে টিকা পরীক্ষামূলক পুশ করা হচ্ছে।খুব দ্রুত বাজারে নিয়ে আসার কথাও বলছে প্রতিষ্ঠান দু’টি।