করোনা ভাইরাসের মধ্যেই চীনে বুবোনিক প্লেগে আক্রান্ত হয়ে মারা গেছেন এক রোগী। মঙ্গলবার (১৪ জুলাই) মঙ্গোলিয়ার ন্যাশনাল সেন্টার ফর জুনোটিক ডিজিজ সূত্রে জানা যায়, বুবোনিক প্লেগে মঙ্গোলিয়ার গোভি-আলতাই প্রদেশের ১৫ বছর বয়সী এক কিশোর মারা গেছে।
কিশোরের মৃত্যুর তিনদিন আগে চিকিৎসকরা জানতে পারেন, বন্ধুদের সাথে মারমোটের মাংস খেয়েছিল সেই রোগী। ধারণা করা হচ্ছে মারমোটের কারণেই এই রোগে আক্রান্ত হয়েছিল ১৫ বছর বয়সী সেই কিশোর। তবে মৃত্যুর আগে কিশোরের সাথে সাক্ষাত হয়েছে এমন প্রায় ১২ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এ বিষয়ে কর্তৃপক্ষ জানিয়েছে,
বুবোনিক প্লেগের সংক্রমণ রোধে মঙ্গোলিয়ার ৫টি জেলা লকডাউন করে রাখা হয়েছে।
চলতি মাসের শুরুতে স্থানীয় এক কৃষক এই প্লেগ রোগে আক্রান্ত হন। এরপর থেকেই মঙ্গোলিয়া মারাত্মক হুমকির মুখে পড়ে।
আরও পড়ুন- চীনে বুবোনিক প্লেগ রোগের সংক্রমণ; মহামারীর আশংকায় সতর্কতা জারি!
মঙ্গোলিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে,
প্লেগের বিস্তার চীন ও রাশিয়ার জন্য উদ্বেগের বিষয়। তবে তারা এর সংক্রমণ রোধে উচ্চ সতর্কতা জারি করেছে।
সিনিয়র কর্মকর্তা ডরজ নরঞ্জেরেল জানান,
ভাইরাসের প্রাদুর্ভাব রোধে ইঁদুর জাতীয় প্রাণী শিকার ও এগুলোর মাংস খাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।
এই প্লেগ রোগ অতি দ্রুত একজন থেকে অন্যের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কায় এর আগে চীনে তৃতীয় স্তরের সতর্কবার্তাও ঘোষণা করা হয়। যা চীনের চার স্তরের সতর্কবার্তার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। যদিও বুবোনিক প্লেগ নিয়ে উৎকণ্ঠার কিছু নেই বলে জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।