চীনে ফের বেড়েছে করোনার সংক্রমণ। দেশটিতে একদিনে নতুন করে ৬১ জন কভিড- ১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য কমিশনের উদ্ধৃতি দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, মার্চের পর চীনে একদিনে সর্বোচ্চ স্থানীয় সংক্রমণের ঘটনা ঘটলো। আক্রান্তদের ৫৭ জনই স্থানীয়। এর আগে ৬ মার্চ সর্বোচ্চ ৭৫ জনের কোভিড রোগ শনাক্ত হয়েছিল।
সোমবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, উত্তর-পশ্চিমের অঞ্চল জিনজিয়াং-এ নতুন করে ৪১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ লিয়াওনিং-এ নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১৪ জন।
এছাড়া উত্তর কোরীয় সীমান্তের কাছে জিলিন প্রদেশে আক্রান্ত হয়েছে আরও দুইজন। সবমিলে স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছে ৫৭ জন। এছাড়া সোমবার আক্রান্ত শনাক্ত হওয়া চারজন বিদেশ থেকে আসা।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। তবে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। সংক্রমণ বা মৃত্যুর তালিকায় প্রথম ২০টি দেশ বা অঞ্চলের মধ্যেও নেই চীন। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, চীনে করোনায় আক্রান্ত হয়েছে ৮৫ হাজারের বেশি মানুষ, মৃত্যু হয়েছে ৪ হাজার ৬০০ জনের।
কয়েক মাস বন্ধ থাকার পর গত ১৫ জুলাই জিনজিয়ান প্রদেশে নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়। ১৮ জুলাই প্রদেশটির রাজধানী উরুমকিতে ১৭ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। এছাড়া পর্যবেক্ষণে রাখা হয় ২৬৯ জনকে। এমন পরিস্থিতিতে শহরটিতে ‘যুদ্ধ পরিস্থিতি’ ঘোষণা করা হয়েছে।