জাম্বিয়ার রাষ্ট্রপতির কাছে দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত পরিচয়পত্র পেশ করেন।
গত মঙ্গলবার (৮ ডিসেম্বর) জাম্বিয়ার প্রেসিডেন্ট এডগার চাগওয়ার এর কাছে তার পরিচয়পত্র প্রদান করেন।
গত মঙ্গলবার জাম্বিয়ার রাজধানী লুসাকার রাষ্ট্রীয় ভবনে জাম্বিয়া সফররত দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নুর-ই হেলাল সাইফুর রহমান তার পরিচয়পত্র পেশ করেন। দেশটিতে নবনিযুক্ত আরো বেশ কয়েকজন রাষ্ট্রদূত এবং মিশন প্রদানও তাদের পরিচয়পত্র পেশ করেন একই অনুষ্ঠানে।
মূলত, জাম্বিয়াতে কনসুলেট সার্ভিস দেওয়ার পাশাপাশি গতকাল শুক্রবার রাষ্ট্রদূত জাম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমন্ত্রিত হয়েছিলেন।
এই সময় বাংলাদেশের হাই কমিশনার নুর-ই হেলাল সাইফুর রহমান জাম্বিয়ার প্রেসিডেন্টকে আগামী বছর বাংলাদেশের স্বাধীনতার রজতজয়ন্তীতে আমন্ত্রণ জানানোর পাশাপাশি জাম্বিয়াতে বাংলাদেশ থেকে দক্ষ ডাক্তার, ইঞ্জিনিয়ার আনার আমন্ত্রণ জানান।
এই সময় জাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী জোসেফ মালানজি হাইকমিশনার নুর-ই হেলাল সাইফুর রহমানকে “এক্সিলেন্সি কেমন আছেন “প্রশংসাপত্র হস্তান্তর করেন।
উল্লেখ্য,জাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ১৯৯২ সালে বাংলাদেশ সফর করেছিলেন এবং সেই সময়ের বাংলাদেশ সফরের স্মৃতিচারণ করেন রাষ্ট্রদূতের সাথে।
মোঃ শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা।