জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে নতুন রাষ্ট্রদূত নিযুক্ত করেছে সরকার। মোঃ মোশারফ হোসেন ভূইয়া রাষ্ট্রদূত হিসেবে যোগ দিচ্ছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত ১৭ আগস্ট (সোমবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপিতে জানিয়েছে, সাবেক জ্যেষ্ঠ সচিব মোঃ মোশারফ হোসেন ভূইয়াকে জার্মানিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৩ জানুয়ারি ২০২০ অবসরের পূর্বে মোঃ মোশারফ হোসেন সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এর মধ্যে তিনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান ছিলেন।
জানা গেছে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর উন্নয়ন অর্থনীতির উপর যুক্তরাষ্টের উইলিয়ামস কলেজ ইন ম্যাসাচুসেটস থেকে মাস্টার্স অব আর্টস ডিগ্রি লাভ করেন