জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে ৮৬ বছর পর পুনরায় মসজিদে ফিরেছে ঐতিহাসিক আয়া সোফিয়া। আজ শুক্রবার জুমার নামার পড়ার জন্য তুরস্কের বিভিন্ন অঞ্চল থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা আয়া সুফিয়ায় উপস্থিত হন। নামাজ আদায়ের জন্য গতকাল রাত থেকে অনেক মুসল্লি বালিশ কম্বল নিয়ে মসজিদ প্রাঙ্গনে অবস্থান নেয় বলে জানা গেছে।
এছাড়া তুর্কি মুসলমানদের এই আনন্দে শরীক হয়েছে বিভিন্ন দেশের মুসলিমসহ বাংলাদেশিরাও। নামাজ পড়তে আসা মুসল্লিদের দৃশ্য বড় স্ক্রীনে সম্প্রচার করা হয়। মাথার উপর ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়েও হাজারো মুসলমান ব্যাপক আগ্রহে জুমা নামাজ আদায় করেছে।
ইস্তাম্বুল বিজয়ের আগ পর্যন্ত ৯১৬ বছর আয়া সোফিয়া গির্জা ছিল। ১৪৫৩ থেকে ১৯৩৪ সাল পর্যন্ত প্রায় ৫০০ বছর মসজিদ ছিল।
গত ১০ জুলাই তুরস্কের আদালত ১৯৩৪ সালে আয়া সোফিয়াকে জাদুঘর বানানোর ডিক্রি বাতিল করে মসজিদে ফিরিয়ে আনার রায় দেন। যার মাধ্যমে আয়া সোফিয়াকে আবারো মসজিদে রূপান্তরের সুযোগ তৈরি হয়। জাদুঘরে রূপ দেয়ার আগে ৫০০ বছর স্থাপনাটি মসজিদ ছিল।