বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার আশেপাশে কিছু অসাধু বাংলাদেশি প্রতারক চক্র আছে। তারা সাধারণ প্রবাসীদের হাতে লিখে পাসপোর্টের ১ বছর মেয়াদ বৃদ্ধি করার কথা বলে তাদের কাছ থেকে ২৫০ সৌদি রিয়াল হাতিয়ে নিচ্ছে।
এই প্রতারক চক্র থেকে সতর্ক থাকতে বলছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট। বিষয়টি ইতিমধ্যে কনসাল জেনারেলকে জানিয়েছে ভুক্তভোগীরা। এই প্রতারকদের চক্রকে শীগ্রই খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে কনস্যুলেট।
সেই সাথে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের সচেতন থাকতে বলা হয়েছে। এমনকি কনস্যুলেট ব্যতীত যে কোন বিষয়ে কারো সাথে কোন প্রকার আর্থিক লেনদেন না করার জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, এক বছরের জন্য পাসপোর্ট রিনিউ করাতে খরচ হয় ৫০ রিয়াল।