করোনা পরিস্থিতিতে বিমান ভাড়ার দাম আকাশচুম্বী হওয়ার পথে থাকলেও ব্যতিক্রমী পথে হাঁটছে ইউএস-বাংলা এয়ারলাইনস। করোনার এই সময়ে ইউএস-বাংলার নিজস্ব ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কিনলেই গ্রাহকরা পাবেন মূল্য ছাড়। জানা গেছে, দেশের অভ্যন্তরীণ সব রুটে টিকিট ভাড়ার ওপর ১২ শতাংশ ছাড় পাবেন যাত্রীরা।
শনিবার (১১ জুলাই) ইউএস বাংলা এয়ারলাইনস মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম এ বিষয়ে জানান।
তিনি বলেন,
ইউএস-বাংলা এয়ারলাইনসের স্কাইস্টার গ্রাহকগণ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত যেকোনো অভ্যন্তরীণ রুটে উপভোগ করতে পারবেন ভাড়ার ওপর ১২ শতাংশ মূল্য ছাড়।
ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর ও সৈয়দপুর রুটে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করছে। ১২ শতাংশ মূল্য ছাড়ের এই সুযোগ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চলবে বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।