তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে গিয়ে আটকা পড়া ৩ ইতালি প্রবাসীর একজনকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
বাংলাদেশ থেকে তিন বাংলাদেশি ইতালি প্রবেশের উদ্দেশ্যে ইস্তাম্বুলে যাওয়ার পর বিমানবন্দরে তাদের আটকে দিয়েছে তুর্কি ইমিগ্রেশন ও বিমান কর্মকর্তারা। এদের মধ্যে আয়ুবুল্লাহ নামের এক বাংলাদেশির কাগজে সমস্যা থাকায় তাকে দেশে ফেরত পাঠানো হয়েছে। বাকি দুইজন এখনো ইস্তাম্বুল বিমানবন্দরে আটকা পড়ে আছেন।
গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ থেকে তারা ইস্তাম্বুল বিমানবন্দরে যাওয়ার পর মেয়াদোত্তীর্ণ ইতালিয়ান স্টে-পারমিটের রিসিট ইস্তাম্বুল বিমানবন্দর অফিস ইতালি ইমিগ্রেশন অফিসে যাচাই করলে একজনের স্টে-পারমিটের সমস্যা পাওয়া যায় তাই তাকে দেশে ফেরত পাঠিয়ে দেন।
বাকি দুইজনের কাগজপত্র ঠিক থাকলেও তাদেরকে বিমানে উঠতে দেয়া হচ্ছে না।
তারা প্রবাস কথাকে জানান, এখনো পর্যন্ত চেষ্টা করে যাচ্ছেন ইতালি প্রবেশে, তবে প্রবেশ করতে দেয়া না হলে তারাও দেশে ফেরত আসবেন।
আটকাপড়া এই দুই বাংলাদেশি হলেন-মামুন কাজী এবং ইস্রাফিল খালাসী। টার্কিশ এয়ারলাইন্স তাদেরকে বিনা খরচে দেশে ফেরত আনবে না বলে সমস্যা হচ্ছে।
আটকাপড়া দুই বাংলাদেশির জন্য ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও আনকারায় বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করা হয়েছে, তবে এখনো পর্যন্ত কোন সহায়তা পাননি বলে তারা জানান।
বিমানবন্দর অফিস জানিয়ে দিয়েছে, ইতালিয়ান ইমিগ্রেশনের সিগনাল ছাড়া এ দুজনও ইতালি যেতে পারবেন না। রিসিভুতা থাকার পরও তাদের ঢুকতে দেয়া হচ্ছে না।