তুরস্ক-গ্রিসে ৬.৬ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৯ জন, আহত হয়েছে ৮৮০ জন।
তুরস্কের এজিয়ান অঞ্চলের ইজমির শহরে এবং গ্রিসে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জন ও আহত বেড়ে ৮৮০ জন।
এ ছাড়া গ্রিসে দেয়ালচাপা পড়ে দুই স্কুলছাত্র প্রাণ হারিয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ।
তুরস্কে ১ম দিন ৪ জন নিহত হলেও সময়ের সাথে সাথে বাড়ছে নিহতের সংখ্যা।
এখনও ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। তুরস্কে এখনও ৫ হাজার কর্মী উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দেশটিতে কমপক্ষে ১৭টি ভবন ধসে পড়েছে।
তুরস্কের স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা ৫১ মিনিটে ৬.৬ মাত্রার শক্তিশালী ওই ভূমিকম্পটি আঘাত হানে। এটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৬.৫৪ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পে তুরস্কে ১৭টি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলোতে আটকেপড়াদের উদ্ধার করেছে উদ্ধারকারী দলগুলো। এখনও উদ্ধারকাজ চলছে। এ ছাড়া গ্রিসেও ক্ষতি হয়েছে অনেক।
তুরস্কের প্রেসিডেন্ট এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সেই সাথে উদ্ধারকাজ চালিয়ে যেতে এজিয়ান প্রদেশের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
তথ্যসূত্রঃ ডেইলি সাবাহ