করোনার প্রভাব ঠেকাতে অনেকটাই সফল থাইল্যান্ড। তবে পর্যটক বা বিদেশিদের প্রবেশের কারণে করোনার ঝুঁকি বাড়াতে নারাজ দেশটি। জানা গেছে বিদেশিদের প্রবেশে বিধি-নিষেধ জারি করেছে থাইল্যান্ড সরকার। সম্প্রতি বিদেশফেরত দুইজনের শরীরে করোনার উপস্থিতি পাওয়ার পর মঙ্গলবার (১৪ জুলাই) এ ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
গত সপ্তাহে থাইল্যান্ডের পূর্ব রায়ং প্রদেশে মিসরীয় সামরিক বিমানের এক ক্রু এবং ব্যাংককে নিয়োজিত সুদানি কূটনীতিকের পরিবারের ৯ বছর বয়সী একজনের শরীরে করোনা সনাক্ত হয়। এর আগে, থাইল্যান্ডে প্রবেশের ক্ষেত্রে তাদের ১৪ দিনের কোয়ারেন্টিন পালনের বাধ্যবাধকতা থেকে ছাড় দেওয়া হয়েছিল। কর্তৃপক্ষের ধারণা সেই দুই ব্যক্তির কাছ থেকে আরও বহু মানুষ আক্রান্ত হয়েছে। এরমধ্যে তাদের সংস্পর্শে আসা ৪ শতাধিক মানুষকে আইসোলেশনে রাখা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিদেশি কূটনীতিক ও তাদের পরিবারের সদস্য নিজ বাড়িতে স্বেচ্ছা আইসোলেশনে নয় বরং সরকারি তত্ত্বাবধানে কোয়ারেন্টিনে থাকতে হবে।
করোনা সনাক্তের ঘটনায় মঙ্গলবার ব্যাংককের দুইটি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে রায়ং শহরে বন্ধ হয়েছে আরও প্রায় ১০টি স্কুল।
প্রসঙ্গত, থাইল্যান্ডে ৩ হাজার ২২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫৮ জন। তবে স্থানীয়ভাবে নতুন সংক্রমণ ছাড়া ইতোমধ্যে ৫০ দিন অতিবাহিত করেছে দেশটি।
(রয়টার্স অনুসারে)
১ thought on “থাইল্যান্ডে দুইজন বিদেশির করোনা সনাক্ত; বিধিনিষেধে কড়াকড়ি”
is cialis over the counter in canada cheap cialis canadian no prescription pharmacy cialis