দক্ষিণ আফ্রিকায় একদিনে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে।
গত শুক্রবার (১৮ ডিসেম্বর) দুইজন বাংলাদেশি প্রবাসী মারা গেছে।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের হেলেন জোছেফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাদল নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত বাদলের দেশের বাড়ী ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

অপরদিকে জোহানেসবার্গের স্টোর ম্যানশন বিল্ডিংয়ে আবু সাঈদ নামে এক বাংলাদেশি গত শুক্রবার রাতে ঘুমের মধ্যে মারা যান। ধারণা করা হচ্ছে, তিনি ঘুমন্ত অবস্থায় স্ট্রোক করেছে। নিহত আবু সাঈদের বাড়ি ঢাকা জেলায়। তবে তার বিস্তারিত ঠিকানা জানা যায়নি।

দক্ষিণ আফ্রিকায় আবু সাঈদের পরিচিত কেউ না থাকাতে দাফনের জন্য মানবিক আবেদন করলে বাংলাদেশ মুসলিম সোসাইটি অব দক্ষিণ আফ্রিকার সহায়তায় দাফনের ব্যবস্থা করা হয়েছে। আজ রবিবার ৩৩ চাকলো এভিনিউ লানেসিয়া জোহরের নামাজের পর জানাজা শেষে দাপন সম্পন্ন করা হবে বলে জানা গেছে।
তথ্যঃ মোঃ শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা।