দক্ষিণ আফ্রিকায় জাহিদ হাসান জিতু নামে এক বাংলাদেশিকে খুন করে হত্যা করা হয়েছে।
গত শুক্রবার (২০ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার ইস্টার্ণকেপ প্রভিন্সের আইডিচুয়া এলাকায় এই ঘটনা ঘটে।
দক্ষিণ আফ্রিকায় আবারো মালাওয়ি কর্মচারী কর্তৃক হত্যাকান্ডের শিকার এক বাংলাদেশি যুবক। গত শুক্রবার রাত স্টার্ণকেপ প্রভিন্সের আইডিচুয়া এলাকায় ঘুমন্ত অবস্থায় হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে দোকানে থাকা বাংলাদেশি মালাওয়ি কর্মচারী।
নিহত বাংলাদেশির নাম জাহিদ হাসান জিতু। তার দেশের বাড়ি মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার টাঙ্গুর গ্রামে। তার পিতার নাম জসিম উদ্দিন। তিনি গত ৫ বছর আগে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় যান। সেখানে এক বাংলাদেশি মালিকানাধীন এক দোকানে কাজ করতেন তিনি।

গত তিন দিন আগে দোকান মালিক স্থানীয় এলাকায় বসবাসরত এক মালাওয়ি কর্মচারীর মাধ্যমে রিচার্ড নামে এক মালাওয়িকে দোকানে চাকরি দেন। কিন্তু মাত্র তিন দিনের মাথায় ঘুমন্ত অবস্থায় জাহিদকে হাতুড়ি ও রড দিয়ে অতর্কিত হামলা চালিয়ে হত্যা করে দোকানের নগদ টাকা ও জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি।
এদিকে গত ১ মাসে দেশটিতে প্রায় ৭-৮ জনের বেশি বাংলাদেশি খুন হয়েছে। যেখানে বেশিরভাগ খুন হয় দোকানে ডাকাতির সময়।