দক্ষিণ আফ্রিকায় আবারো এক বাংলাদেশি খুন হয়েছে। একই এলাকায় গত ১৩ নভেম্বর রাহাত নামে আরেক বাংলাদেশি খুন হয়েছিল।
গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) এই হামলার ঘটনা ঘটে।
দক্ষিণ আফ্রিকার ফ্রী স্টেইট প্রদেশের জাস্ট্রনে আবার একজন বাংলাদেশী খুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে কৃষাঙ্গ কয়েকজন যুবক দোকানে প্রবেশ করে সজল নামে একজন বাংলাদেশিকে গুলি করে হত্যা করে। নিহত সজল নোয়াখালীর বেগমগঞ্জের বাসিন্দা।
মূলত, যে দোকানে সজলকে হত্যা করা হয়, সে দোকান নিয়ে মানিক নামের একজন বাংলাদেশির সাথে ব্যবসায়িক দ্বন্দ ছিল সজলের ভাইয়ের। স্থানীয় বাংলাদেশিরা ধারণা করছে, সেই দ্বন্দের কারণে মানিক দীর্ঘ দিন থেকে সজল ও তার ভাইয়ের দোকানে বেশ কয়েকবার ডাকাতির ঘটনা ঘটায় কৃষাঙ্গ দিয়ে। তাই সজল খুনের সাথে ঐ বাংলাদেশী নাগরিক মানিককেই সন্দেহ করা হচ্ছে।
উল্লেখ্য,একই এলাকায় গত ১৩ নভেম্বর রাহাত নামে একজন বাংলাদেশি খুন হয়। খুনের সাথে অভিযুক্ত মিজান নামের একজন বাংলাদেশি গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
সূত্রঃ জন সিদ্দিক, দক্ষিণ আফ্রিকা।