দক্ষিণ কোরিয়ায় করোনা ভাইরাসে নতুন আক্রান্ত বিদেশি নাগরিকদের চিকিৎসা ব্যয়ের অংশ নিজেদের বহন করতে হবে। এছাড়া যারা স্থানীয় আইন ভঙ্গ করবে তাদের পুরো চিকিৎসার খরচ দিতে হবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।
দ্যা কোরিয়া টাইমসের খবরে বলা হয়েছে, দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ আগামী ২৪ আগস্ট থেকে কূটনৈতিক সম্পর্কের পারস্পারিক সুবিধা নীতির উপর ভিত্তি করে দেশটিতে অবস্থানরত বিদেশি নাগরিকদের জন্য আলাদা চিকিৎসা খরচের পরিমাণ নির্ধারণ করবে।
সম্প্রতি বিদেশি নাগরিকদের সাথে করোনা ভাইরাসের চিকিৎসা ব্যয় ভাগাভাগি করার দাবি জানিয়ে আসছে কোরিয়ানরা। কেননা এই চিকিৎসা ব্যয় কোরিয়ার নাগরিকদের ট্যাক্স থেকে আসছে।
এদিকে দক্ষিণ কোরিয়ায় যে সকল বিদেশি নাগরিক ক্লাস্টার মাধ্যমে করোনায় আক্রান্ত হবে তাদের চিকিৎসার খরচ দেশটির সরকার বহন করবে বলে জনা গেছে। এছাড়া যেসব প্রবাসীদের দেশটির স্বাস্থ্য বিমা রয়েছে তারাও এই নীতির আওতাভুক্ত থাকবে।
গত রবিবার দক্ষিণ কোরিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৭৯ জন শনাক্ত হয়েছে। যাদের বেশিরভাগই গির্জার সাথে সম্পৃক্ততা রয়েছে।