দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন আক্রান্ত ৯৯১ জন, নতুন মৃত্যু ২০ জন। মোট মৃত্যু ৭ হাজার ৬৭০ জন।
আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন মৃত্যু ২০ জন। মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৬৭০ জন। দেশে নতুন আক্রান্ত হয়েছে ৯৯১ জন। মোট করোনা শনাক্ত ৫ লাখ ১৭ হাজার ৯২০ জন।
আরও পড়ুন- করোনা ভাইরাস; লন্ডনগামী বাংলাদেশ বিমানের দুটি ফ্লাইট বাতিল
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৪৪ জন। দেশে মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৬২ হাজার ৪৫৯ জন।
উল্লেখ্য, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত ৮ মার্চ। আর প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যু হয়।