দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন আক্রান্ত হয়েছে ২ হাজার ১৫৬ জন, নতুন মৃত্যু হয়েছে ৩৯ জন। মোট মৃত্যু হয়েছে ৬ হাজার ৪৮৭ জন।
আজ বুধবার (২৫ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশে করোনায় নতুন মারা গেছে ৩৯ জন। মোট মৃতের সংখ্যা ৬ হাজার ৪৮৭ জন। করোনায় নতুন আক্রান্ত ২ হাজার ১৫৬ জন। মোট করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৫৪ হাজার ১৪৬ জন।
আরও পড়ুন- যাবজ্জীবন ও আমৃত্যু সাজার ব্যাখ্যা নিয়ে রায় ১ ডিসেম্বর
এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২ হাজার ৩০২ জন। মোট সুস্থ হয়েছে ৩ লাখ ৬৯ হাজার ১৭৯ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ১টি। মোট ২৬ লাখ ৯৬ হাজার ১৫০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত ৮ মার্চ। আর প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যু হয়।