দেশে ১৪ বছরের বেশি যাদের বয়স হয়েছে তারা স্মার্ট কার্ড পাবে। একনেক সভায় অনুমোদন দেয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলনকক্ষে একনেক সভায় এই অনুমোদন দেয়া হয়েছে।
যেখানে বলা হয়েছে, দেশে ১৪ বছরের বেশি বয়সী সব নাগরিককে স্মার্ট কার্ড দেয়া হবে। সে সাথে একনেক সভায় ১০ হাজার ৭০২ কোটি টাকার মোট সাতটি প্রকল্প অনুমোদন দেয়া হয়। জাতীয় পরিচয়পত্র তৈরিতে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, কোন প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে সরকারি প্রকল্প শেষ করতে না পারলে তাদের নতুন করে যেন কাজ না দেয়া হয়।
একনেক সভায় জানানো হয়, দেশের বাইরে অবস্থানকারী সব নাগরিককেও দেয়া হবে জাতীয় পরিচয়পত্র। এজন্য একনেক সভায় এক হাজার আটশো পাঁচ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। ২০২৫ সালের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন।
এদিকে,পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আসাদুল ইসলাম জানান, বর্তমানে এক প্রতিষ্ঠান একাধিক কাজ পায় এবং অনেক প্রকল্প সময়মতো শেষ করতে পারে না। একনেক সভায় এ নিয়েও আলোচনা হয়েছে। এ ধরনের প্রতিষ্ঠানের তালিকা করে প্রধানমন্ত্রী তাদের আর কোনো নতুন কাজ না দেয়ার নির্দেশ দিয়েছেন।