নাইজেরিয়ায় একটি নৌকা ডুবে দেড় শতাধিক মানুষ নিখোঁজ হয়েছে। যাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নাইজেরিয়ার কেন্দ্রীয় নাইজার রাজ্য এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেবি রাজ্যের ওয়ারা এলাকায় নৌকা ডুবির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (২৬ মে) এই ঘটনা ঘটে। নৌকায় অতিরিক্ত যাত্রী বহন করে নিয়ে যাওয়ার ফলে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়ছে, এই ঘটনায় ১৫৬ জন যাত্রী এখনো নিখোঁজ রয়েছে।
কর্মকর্তা আরও বলেন, এখন পর্যন্ত ২০ জনকে জীবিত এবং চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো প্রায় ১৫৬ জন নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে এদের কেউ বেঁচে নেই।
তিনি বলেন, নৌকার যাত্রীরা নাইজার রাজ্যের মালেলে মার্কেটের দিকে যাচ্ছিল। নৌকাটি ছেড়ে যাওয়ার এক ঘণ্টা পরই এটি দুর্ঘটনার মধে পড়ে। এর আগে চলতি মাসের শুরুতে নাইজার রাজ্যে একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়। সে সময়ও নৌকায় অতিরিক্ত যাত্রী বহন করা হয়েছিল।