পর্তুগাল প্রবেশে ব্রিটিশ নাগরিকদের লাগতে পারে ভিসা।
গত ১ জানুয়ারি থেকে এই অনুমতি লাগতে পারে বলে পর্তুগালের বর্ডার এবং ইমিগ্রেশন সার্ভিস (SEF) জানিয়েছে।
ব্রেক্সিট পরবর্তী সময়ে ১ জানুয়ারী থেকে ব্রিটিশ নাগরিকদের পর্তুগাল প্রবেশে ভিসা লাগতে পারে বলে জানিয়েছে পর্তুগীজ বর্ডার এবং ইমিগ্রেশন সার্ভিস (SEF)। সম্প্রতি তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। এছাড়া, ৩১ ডিসেম্বরের আগে যেসকল ব্রিটিশ নাগরিক পর্তুগালে থাকার আবেদন করেছে এবং সিটি হল বা মিউনিসিপ্যাল থেকে যারা রেসিডেন্স সাটিফিকেট অথবা পর্তুগীজ বর্ডার এবং ইমিগ্রেশন সার্ভিস থেকে যারা ৫ বছরের স্থায়ী রেসিডেন্স সাটিফিকেট সংগ্রহ করেছে, সবাইকে আগামী জুন ২০২১ সালের মধ্যে পর্তুগাল ইমিগ্রেশন থেকে রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হবে এবং তা আগের রেসিডেন্স সাটিফিকেটের স্থলাভিষিক্ত হবে।

নতুন নিয়মে ব্রিটিশ নাগরিকদের রেসিডেন্ট কার্ড প্রদানের লক্ষ্যে সাক্ষাৎকারের জন্য পর্তুগাল ইমিগ্রেশন (SEF) এর ওয়েবসাইটে আবেদন শুরু হয়েছে। আবেদনের পরে এটির একটি কপি ডাউনলোড করা যাবে যাতে কিউ আর কোড সংবলিত থাকবে এবং এই ডকুমেন্ট রেসিডেন্স কার্ড না পাওয়া পর্যন্ত বৈধ ট্রাভেল ডকুমেন্টস হিসেবে বিবেচিত হবে পর্তুগালে বসবাসের।
নতুন এই রেসিডেন্ট কার্ডটি যারা ৩১শে ডিসেম্বর ২০২০ এর মধ্যে পর্তুগাল বসবাসের জন্য আবেদন করেছেন তাদের এবং তাদের পরিবারের ১৮ বছরের কম বয়সের সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বিজ্ঞপ্তিতে বলা হয় ১লা জানুয়ারি থেকে বৃটিশ নাগরিকদের পর্তুগালে বসবাসের ক্ষেত্রে রেসিডেন্স ভিসা লাগতে পারে যা যথাযথ আবেদন প্রকৃয়ার মাধ্যমে সম্পুর্ন করতে হবে। এ বিষয়ে পর্তুগীজ বর্ডার এবং ইমিগ্রেশন সার্ভিস (SEF) এর ওয়েবসাইট গিয়ে বিস্তারিত দেখার আহবান করা হয়েছে।
নতুন রেসিডেন্স পারমিটের জন্য এখনই ওয়েবসাইটে আবেদন নেওয়া শুরু হয়েছে। সাক্ষাৎকারের সময় নিধারিত হলে আবেদনকারীর নিকটবর্তী সিটি হলে একটি নিদিষ্ট দিনে গিয়ে ছবি, স্বাক্ষর এবং আঙ্গুলের চাপ প্রদান করতে হবে নতুন রেসিডেন্স পারমিটের জন্য। জুন ২০২১ এর পূর্বে সকল ব্রিটিশ নাগরিকদের এই প্রক্রিয়া সম্পুর্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
তথ্যঃ রাসেল আহম্মেদ, লিসবন পর্তুগাল।