অ্যামেরিকার পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেন নিলেন ফাইজারের টিকা, যা টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছে।
গতকাল সোমবার (২১ ডিসেম্বর) বাড়ির কাছে একটি ক্লিনিকে টিকার প্রথম ডোজ নেন তিনি।
প্রথমবারের মতো অ্যামেরিকার পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার বাড়ির কাছে একটি ক্লিনিকে টিকার প্রথম ডোজ নেন। পরবর্তী টিকা নেবেন কয়েক দিন পরে। ইতিমধ্যে, গতকাল লাইভ দেখানো হয় জো বাইডেনের করোনার টিকা নেয়ার দৃশ্যটি। এই টিকা নেয়ার পর বাইডেন বলেন, দেশের নাগরিক যাতে ভ্যাকসিন নিতে ভয় না পান, তার জন্য উদাহরণ তৈরি করেছেন তিনি।
ফাইজারের টিকা নেয়ার পর বাইডেন জানান, সাধারণ মার্কিনিদের টিকা পেতে আরো একটু সময় লাগবে। গোটা দেশে বিতরণের প্রক্রিয়ায় একটু সময় লাগছে। তবে যে ভাবে টিকা সমস্ত রাজ্যকে দেওয়া হচ্ছে তার প্রশংসা করতে গিয়ে বর্তমান প্রশাসনকেও ধন্যবাদ জানান বাইডেন। বাইডেন বলেছেন, টিকা না পাওয়া পর্যন্ত সকলে যেন মাস্ক ব্যবহার করেন। মাস্কের কোনো বিকল্প নেই বলে তিনি জানান।
এদিকে, সোমবার অ্যামেরিকায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৮ মিলিয়ন ছাড়িয়েছে। অপরদিকে, যুক্তরাজ্যে নতুন করোনাভাইরাস আসার পরে মানুষের মধ্যে আতঙ্ক আরো বেড়েছে। যুক্তরাজ্যের নতুন ভাইরাসটি আগের চেয়ে ৭০ গুণ বেশি সংক্রমিত হচ্ছে বলে জানা গেছে।