উত্তর ফ্রান্সের উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে ৪ জন মারা গেছে। এদের একজন পুরুষ, একজন নারী ও দুইজন শিশু ছিল।
আজ বুধবার (২৮ অক্টোবর) এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
উন্নত জীবনযাপনের আশায় উত্তর ফ্রান্সের সাগর হয়ে ইউরোপ যাওয়ার সময় নৌকা ডুবে ৪ জন মারা যায়। নিহতদের মধ্যে দুইজন ইরানের নাগরিক বলে জানা গেছে। ৮ জনকে উদ্ধার করা হয়েছে, আরও পনেরো জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয় সময় সকাল সাড়ে ৯ টার দিকে একটি যাত্রীবাহী জাহাজ ফরাসী উপকূলের কাছাকাছি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে স্রোতবাহী নৌকা দিয়ে দেখা গিয়েছিল, যেখানে ফ্রান্সের কর্তৃপক্ষ বিষয়টি দেখতে পায়।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, তারা সবাই একই পরিবারের ছিল বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, আমরা এই ভয়াবহ ঘটনার তদন্ত করার কারণে ফরাসি কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার প্রস্তাব দিয়েছি এবং এই বিপজ্জনক যাত্রাপথে যারা অভিবাসীদের পাঠাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে কেন এই দুর্ঘটনা ঘটেছে তা ক্ষতিয়ে দেখার জন্য প্রধানমন্ত্রী বরিস জনসন ফ্রান্সকে অনুরোধ করেছেন।
এই নিয়ে গত কয়েক মাসে ইউরোপ প্রবেশের সময় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীরা নৌকাডুবিতে মারা গেছে। কোন ভাবেই অবৈধ অভিবাসীদের ঠেকানো যাচ্ছে না বলে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা গুলো উদ্বেগ প্রকাশ করেছেন।
এই বছর যুক্তরাজ্য উপকূলে নৌকাডুবিতে প্রায় ৭,৪০০ অভিবাসী মারা গেছে, যেখানে গত বছর ২০১৯ সালে প্রায় ১,৮২৫ জন মারা গেছে।
তথ্যসূত্রঃ বিবিসি