প্রচ্ছদসংবাদ

বগুড়া জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি মুনজুরুল, সম্পাদক স্বপন

বগুড়ার যেসব গণমাধ্যমকর্মী ঢাকায় কর্মরত আছেন তাদের নিয়ে গঠিত বগুড়া জার্নালিস্ট নেটওয়ার্ক (বিজেএন)-এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। দুই বছর মেয়াদে এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ‘প্রবাস কথা’ অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুনজুরুল করিম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠ’র জ্যেষ্ঠ প্রতিবেদক শাহাদাত স্বপন। শুক্রবার (২৫ অক্টোবর) পূর্ণাঙ্গ এই কমিটির তালিকা প্রকাশ করে সংগঠনটি।

১৯ সদস্যের এই কমিটির অন্য সদস্যরা হলেন পূর্বপশ্চিম ডটকমের সম্পাদক জাকিরুল হক টিটন (সহসভাপতি), চ্যানেল টোয়েন্টিফোর টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক আসিফ জাহাঙ্গীর (যুগ্ম সাধারণ সম্পাদক), চ্যানেল আইয়ের জ্যেষ্ঠ প্রতিবেদক নাজিব বেগ (যুগ্ম সাধারণ সম্পাদক), বাংলাভিশন অনলাইনের প্রধান প্রতিবেদক সুজন মাহমুদ (সাংগঠনিক সম্পাদক), মাইটিভির তানভীর নেওয়াজ (অর্থ সম্পাদক), নেক্সাস টিভির অনুষ্ঠান প্রযোজক রামিম হাসান (দপ্তর সম্পাদক), চ্যানেল আইয়ের জ্যেষ্ঠ প্রতিবেদক মিথিলা হাবিবা নাজনীন (প্রচার সম্পাদক), সময় টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক কাজল আব্দুল্লাহ (প্রশিক্ষণ সম্পাদক), চ্যানেল টোয়েন্টিফোর টেলিভিশনের স্টাফ রিপোর্টার এনামুল হক (প্রকাশনা সম্পাদক), ইনডিপেনডেন্ট টেলিভিশনের অনুষ্ঠান ব্রডকাস্ট বিভাগের মো. রিয়েল (সমাজকল্যাণ সম্পাদক), দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক যায়েদ হোসেন মিশু (যোগাযোগ সম্পাদক), নিউজ২৪ টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মারুফা রহমান (১ নম্বর নির্বাহী সদস্য), ফিনান্সিয়াল এক্সপ্রেসের নিউজ কনসালট্যান্ট আমিনুল ইসলাম (নির্বাহী সদস্য), এনটিভির রোকন উদ্দিন (নির্বাহী সদস্য), জ্যেষ্ঠ সাংবাদিক এইচ এম বাবু (নির্বাহী সদস্য), বাংলাভিশনের সিনিয়র ভিডিও এডিটর হুমায়ুন কবির (নির্বাহী সদস্য), আমাদের সময়ের নিজস্ব প্রতিবেদক আক্তারুজ্জামান (নির্বাহী সদস্য) ও ইন্ডিপেন্ডেন্ট টিভির সিনিয়র ভিডিও জার্নালিস্ট আব্দুল্লাহ আহসান মিলু (নির্বাহী সদস্য)।

এর আগে আহ্বায়ক কমিটি করে বগুড়া জার্নালিস্ট নেটওয়ার্কের আত্মপ্রকাশ ঘটে। এরপর বগুড়ার গণমাধ্যমকর্মীদের কল্যাণে সংগঠনটি হাতে নেয় বিভিন্ন কর্মসূচি। ঢাকায় অবস্থানরত বগুড়ার গণমাধ্যমকর্মীদের বাইরেও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পারস্পরিক যোগসূত্র স্থাপনে ভূমিকা রাখে বিজেএন। বগুড়ার ঐতিহ্যবাহী খাবার ‘আলু ঘাটি উৎসব’সহ বিভিন্ন গঠনমূলক কর্মসূচির মধ্য দিয়ে দেশব্যাপী পরিচিতি পায় বগুড়া জার্নালিস্ট নেটওয়ার্ক- বিজেএন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *