করোনার কারণে বন্ধ থাকার পর আবারো বাংলাদেশের জন্য অনলাইন ভিসা চালু করেছে ভারত।
গতকাল শুক্রবার ভারতীয় হাইকমিশন অনলাইন ভিসা পুনরায় চালুর করার কথা এক বিজ্ঞপ্তিতে জানান।
এতে জানানো হয়, বর্তমানে মেডিক্যাল, ব্যবসা, কর্মসংস্থান, অ্যান্ট্রি, সাংবাদিক, কূটনৈতিক, সরকারি, জাতিসংঘ কর্মকর্তা, জাতিসংঘ কূটনীতিক ভিসাগুলোর অনুমোদিত রয়েছে। তবে এখনই দেয়া হচ্ছে না পর্যটক ভিসা।
করোনার কারণে প্রায় সাত মাস ধরে ভারত ও বাংলাদেশের মধ্যে ফ্লাইট ও ভিসা কার্যক্রম বন্ধ ছিল।
ভারতের নতুন হাইকমিশনার কিছুদিন আগে বাংলাদেশে যোগ দেন। তিনি আসার পরপরই নতুন করে ভিসা কার্যক্রম পুনরায় চালু করেছে বলে জানা যায়।