বাংলাদেশে কোডিভ ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি দেওয়া হল চীনকে।আজ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানান এক সংবাদ সম্মেলনে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বাংলাদেশ ট্রায়াল করতে দিবে, তবে যারা স্বেচ্ছায় আসবে তাদেরকেই ট্রায়াল করতে দেয়া হবে। আর অগ্রাধিকার পাবে ডাক্তার, নার্সসহ যারা স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত তারা।
তিনি বলেন,বাংলাদেশ ট্রায়াল চালাতে দিবে, কিন্তু ভ্যাকসিনের ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার দিতে হবে। যেসব দেশ পাবে তার ওপরের দিকেই বাংলাদেশের নাম থাকতে হবে। আর এ সংক্রান্ত খরচও তারা বহন করবেন।
গত ২০ অগাস্ট করোনাভাইরাসের টিকার ক্লিনিক্যাল ট্রায়াল বাংলাদেশে হওয়া উচিত বলে মন্তব্য করে, বাংলাদেশের কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
কমিটি তখন বলেছিলো বাংলাদেশের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার উদ্দেশ্যে এই ট্রায়াল বাংলাদেশে চালানো উচিৎ।